The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

বেরোবিতে আসন ফাঁকা ১১৪টি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তিতে ৭ম মেধা তালিকা প্রকাশ করেছে বেরোবি ভর্তি কমিটি। আসন ফাঁকা রয়েছে মোট ১১৪টি।

গতকাল শনিবার (১৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের শূন্য আসনের বিপরীতে ‘এ’ ইউনিটের মেধাক্রম ১৪৩২ থেকে ১৫৪১, ‘বি’ ইউনিটের মেধাক্রম ৮৮৮ থেকে ৯৪৭ এবং ‘সি’ ইউনিটের মেধাক্রম ৮৩৬ থেকে ৯২৫ পর্যন্ত শিক্ষার্থীরা আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ প্রাথমিক ভর্তি ৫০০০ টাকাসহ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান-এর মূল নম্বরপত্রসহ স্ব-শরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে ভর্তি সম্পন্ন করতে হবে।

তবে যে সব শিক্ষার্থী ইতোপূর্বে ভর্তি ফি জমা দিয়েছেন তাদের ফি দেওয়ার স্লিপ জমা দিতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.