The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

বৃদ্ধাশ্রমে মারা গেলেন বাবাঃ জানাজায় আসেনি সন্তানরা

বৃদ্ধাশ্রমে মারা যাওয়া এক ব্যক্তির শেষ বিদায় বেলাতে আসেনি তার ছেলে-মেয়ে কিংবা কোন স্বজন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায়।

গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রাম বাসিন্দা এস এম মনছুর (৭৫) রোববার বিকেলে অসুস্থতা জানিত কারনে বৃদ্ধাশ্রমে মারা যান। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

গতকাল সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মরহুমের জানাজা শেষে স্থানীয়রা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন। এ সময় মৃতের কোন সন্তান ও স্বজন সেখানে ছিলেন না বলে জানা গেছে।

দক্ষিণ চাঁদশী গ্রামের বাসিন্দারা জানান, এস এম মনছুর টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত সিনিয়র এ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) ছিলেন।

প্রায় ছয় মাস আগে রংপুরের হারাগাছ থানার বকসা বৃদ্ধাশ্রমে ঠাঁই হয় বৃদ্ধ মনছুরের। জানা গেছে, ওই বৃদ্ধের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তারমধ্যে বড় ছেলে মহিন সরদার ঢাকায় চাকরি করেন, ছোট ছেলে রাজু সরদার কাতার প্রবাসী।

নাম প্রকাশ না করার শর্তে মৃত মনছুরের এক ঘনিষ্ঠ আত্মীয় বলেন, ঢাকায় প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাতের জন্য মনছুরের দুই ছেলে ও বোন সেলিনা বেগম ১০ বছর আগে তাকে (মনছুর) মৃত দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। এরপর থেকে মনছুর ওই বাসায় ফিরতে পারেনি।

অভিযোগের ব্যাপারে মৃত মনছুরের ছেলে মহিন সরদারের ব্যবহৃত মোবাইল নাম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

রংপুরের হারাগাছ থানার বকসা বৃদ্ধাশ্রমের সদস্য সচিব নাহিদ নুসরাত জানান, চলতি বছরের ২১ জুন রাত সাড়ে এগারোটার দিকে অসুস্থ অবস্থায় মনছুর সাহেব আমাদের বৃদ্ধাশ্রমে আসেন। এরপর থেকে তিনি আমাদের বৃদ্ধাশ্রমেই ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.