The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স বন্ধে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের বিষয়ে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ইউজিসিকে আগামী ৯০ দিনের আদালতকে তা জানাতে বলা হয়েছে।

আজ সোমবার (৬ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ২০১৯ সালের ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধ করাসহ কিছু পরামর্শ দেয়। ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলো মেনে চলতে আইনগতভাবে বাধ্য থাকলেও তা প্রতিপালন করেনি। এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) অনুসন্ধান করে জানতে পারে যে, ইউজিসির পরামর্শ না মেনেই বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব ইচ্ছায় সান্ধ্য কোর্স কাজ চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে গত ৩১ জানুয়ারি ক্যাব আচার্যের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করে, যা ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। তারপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২৯ মে ক্যাব হাইকোর্টে রিট দায়ের করে। রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ রুল জারি করেছেন বলে জানান তিনি। জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ইউজিসিকে আগামী ৯০ দিনের মধ্যে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি আদেশ, ১৯৭৩ এর বিধান মতে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলেছেন আদালত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স বন্ধে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স বন্ধে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের বিষয়ে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ইউজিসিকে আগামী ৯০ দিনের আদালতকে তা জানাতে বলা হয়েছে।

আজ সোমবার (৬ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ২০১৯ সালের ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধ করাসহ কিছু পরামর্শ দেয়। ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলো মেনে চলতে আইনগতভাবে বাধ্য থাকলেও তা প্রতিপালন করেনি। এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) অনুসন্ধান করে জানতে পারে যে, ইউজিসির পরামর্শ না মেনেই বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব ইচ্ছায় সান্ধ্য কোর্স কাজ চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে গত ৩১ জানুয়ারি ক্যাব আচার্যের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করে, যা ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। তারপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২৯ মে ক্যাব হাইকোর্টে রিট দায়ের করে। রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ রুল জারি করেছেন বলে জানান তিনি। জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ইউজিসিকে আগামী ৯০ দিনের মধ্যে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি আদেশ, ১৯৭৩ এর বিধান মতে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলেছেন আদালত।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন