The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

বিশ্ববিদ্যালয়ের জন্য অভ্যন্তরীণ র‍্যাঙ্কিং চালুর পরামর্শ ইউজিসিকে

বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভ্যন্তরীণ র‍্যাঙ্কিং ব্যবস্থা প্রবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) পরামর্শ দিয়েছেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সের (আইইইই) প্রেসিডেন্ট অধ্যাপক ড. সাইফুর রহমান।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি অডিটোরিয়ামে কমিশন কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক সাইফুর রহমান এ পরামর্শ দেন।

সাইফুর রহমান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজিসি একটি স্ট্যান্ডার্ড র‍্যাঙ্কিং ব্যবস্থা চালু করতে পারে। কিউএস র‍্যাঙ্কিং, টাইমস র‍্যাঙ্কিং, সাংহাই র‍্যাঙ্কিংসহ বিভিন্ন র‍্যাঙ্কিংয়ের আদলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য র‍্যাঙ্কিং ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে। র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আউটকাম বেজড ইনভেস্টমেন্ট সিস্টেম চালু করার জন্যও তিনি ইউজিসিকে পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে গবেষণা প্রতিবেদন জমা এবং বিভিন্ন স্থানে এটি উপস্থাপনার সময় অ্যান্টি-প্লেজারিজম সফটওয়্যার দিয়ে যাচাই করার প্রয়োজনীয়তা উল্লেখ করে শিক্ষকদের গুণগত গবেষণা পরিচালনা ও গবেষণায় নৈতিকতা বজায় রাখার বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান এ অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের জন্য অভ্যন্তরীণ র‍্যাঙ্কিং ব্যবস্থা চালুর বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, ‘এটি খুবই ভালো একটি পরামর্শ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভ্যন্তরীণ র‍্যাঙ্কিং হতেই পারে।’

গবেষণায় চৌর্যবৃত্তির বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘গবেষণায় চৌর্যবৃত্তি রোধ ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ইউজিসি কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে। ইউজিসি গুণগত গবেষণা ও দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে আউটকাম বেজড এডুকেশন কারিকুলামের দিকে এখন বেশি নজর দিচ্ছে।’

সভায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক আলোচনার জন্য প্ল্যাটফর্ম তৈরি, লৈঙ্গিক সমতা নিশ্চিত করা ও দক্ষ টেকনিশিয়ান তৈরির বিষয়ে আলোচনা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.