The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

ক্যাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিয়ে করলেন!

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর জনপ্রিয় অভিনেতা ক্যাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। ঘরোয়া পরিবেশেই বিয়ে হয়েছে তাদের।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি।

তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা।

গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ-নাফিসার সখ্যতা বাড়তে থাকে।

বিয়ের বিষয়টি জানিয়ে ক্যাবিলা খ্যাত পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।

পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও কাজ করছেন। কয়েকটি টিভিসি, মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করে প্রশংসা অর্জন করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.