The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩

বাকৃবিতে শিক্ষার্থীদের সাথে গ্রিন ভয়েসের প্রতারণার অভিযোগ

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পরিবেশ বাদী সংগঠন গ্রিন ভয়েসের ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচিতে গাছ নিতে গিয়ে প্রতারণা শিকার হওয়ার অভিযোগ উঠেছে। বোতল দিয়ে রেজিস্ট্রেশন করার পরও গাছ না পেয়ে চকলেট নিয়ে ফিরতে হয়েছে বলে জানান একাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ গ্রীন ভয়েস তাদের ব্যানার কিংবা ফেসবুক পেজে বোতল দিয়ে গাছ নেওয়ার কথা উল্লেখ করা আছে। তাদের স্লোগান ‘বোতল দিন, গাছ নিন।’  সেখানে কোথাও  টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কথা উল্লেখ করা নেই। রেজিস্ট্রেশন করার পর লটারি করে তারা গাছ না দিয়ে টব ও চকলেট দেয়। এটা এক ধরনের প্রতারণা। অধিকাংশ শিক্ষার্থী না বুঝে বাকৃবি গ্রীন ভয়েসের প্রতারণার ফাঁদে পা দিয়েছে।  শিক্ষার্থীরা গাছ নিতে এসে চকলেট নিয়ে ফিরে গেছে।

বাকৃবিতে ঘুরতে আসা মাহমুদ হোসেন নামের এক দর্শনার্থী গ্রীন ভয়েসের ব্যানার দেখে গাছ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে জেনে তিনি গাছ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন এবং চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক  বিশ্ববিদ্যালয়ের অন্য একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমি বোতলের বিনিময়ের গাছ নিতে গিয়েছিলাম। কিন্তু গ্রিন ভয়েসের সদস্যরা আমাকে রেজিস্ট্রেশন করার কথা বলে। আমি রেজিস্ট্রেশন করলে তারা অর্থ দাবি করে। বাকৃবি গ্রীন ভয়েসের সদস্যরা পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য এ দাবি জানায়। আমি পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাই না।

কিন্তু পরিবেশে অলিম্পিয়াডে অংশগ্রহণ না করলে তারা বোতলের বিনিময়ে গাছ দিবে না। এটি তারা কোথাও উল্লেখ করে নাই।

বাকৃবি গ্রিন ভয়েসের সাধারণ সম্পাদক মো বকুল আলী বলেন, আগের বছরে গাছ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা লাগে নি। বোতল দিয়েই তারা গাছ নিয়ে নিতে পারত  কিন্তু এবারই প্রথম বোতল দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করা লাগছে এবং নির্ধারিত ফি দিয়ে লটারির ব্যবস্থা রেখেছি। লটারিতে কেউ গাছ কিংবা টব পেলে তাকে দেওয়া হবে। যদি কারো লটারিতে কিছু না আসে তাহলে তাকে চকলেট দেওয়ার ব্যবস্থা করেছি।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবির, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা বিষয়টি না জানিয়ে ভুল হয়েছে। পরবর্তীতে এ ধরনের ভুল আর হবে না।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বাকৃবিতে শিক্ষার্থীদের সাথে গ্রিন ভয়েসের প্রতারণার অভিযোগ

বাকৃবিতে শিক্ষার্থীদের সাথে গ্রিন ভয়েসের প্রতারণার অভিযোগ

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পরিবেশ বাদী সংগঠন গ্রিন ভয়েসের 'বোতল দিন, গাছ নিন' কর্মসূচিতে গাছ নিতে গিয়ে প্রতারণা শিকার হওয়ার অভিযোগ উঠেছে। বোতল দিয়ে রেজিস্ট্রেশন করার পরও গাছ না পেয়ে চকলেট নিয়ে ফিরতে হয়েছে বলে জানান একাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ গ্রীন ভয়েস তাদের ব্যানার কিংবা ফেসবুক পেজে বোতল দিয়ে গাছ নেওয়ার কথা উল্লেখ করা আছে। তাদের স্লোগান 'বোতল দিন, গাছ নিন।'  সেখানে কোথাও  টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কথা উল্লেখ করা নেই। রেজিস্ট্রেশন করার পর লটারি করে তারা গাছ না দিয়ে টব ও চকলেট দেয়। এটা এক ধরনের প্রতারণা। অধিকাংশ শিক্ষার্থী না বুঝে বাকৃবি গ্রীন ভয়েসের প্রতারণার ফাঁদে পা দিয়েছে।  শিক্ষার্থীরা গাছ নিতে এসে চকলেট নিয়ে ফিরে গেছে।

বাকৃবিতে ঘুরতে আসা মাহমুদ হোসেন নামের এক দর্শনার্থী গ্রীন ভয়েসের ব্যানার দেখে গাছ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে জেনে তিনি গাছ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন এবং চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক  বিশ্ববিদ্যালয়ের অন্য একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমি বোতলের বিনিময়ের গাছ নিতে গিয়েছিলাম। কিন্তু গ্রিন ভয়েসের সদস্যরা আমাকে রেজিস্ট্রেশন করার কথা বলে। আমি রেজিস্ট্রেশন করলে তারা অর্থ দাবি করে। বাকৃবি গ্রীন ভয়েসের সদস্যরা পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য এ দাবি জানায়। আমি পরিবেশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাই না।

কিন্তু পরিবেশে অলিম্পিয়াডে অংশগ্রহণ না করলে তারা বোতলের বিনিময়ে গাছ দিবে না। এটি তারা কোথাও উল্লেখ করে নাই।

বাকৃবি গ্রিন ভয়েসের সাধারণ সম্পাদক মো বকুল আলী বলেন, আগের বছরে গাছ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা লাগে নি। বোতল দিয়েই তারা গাছ নিয়ে নিতে পারত  কিন্তু এবারই প্রথম বোতল দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করা লাগছে এবং নির্ধারিত ফি দিয়ে লটারির ব্যবস্থা রেখেছি। লটারিতে কেউ গাছ কিংবা টব পেলে তাকে দেওয়া হবে। যদি কারো লটারিতে কিছু না আসে তাহলে তাকে চকলেট দেওয়ার ব্যবস্থা করেছি।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবির, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা বিষয়টি না জানিয়ে ভুল হয়েছে। পরবর্তীতে এ ধরনের ভুল আর হবে না।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন