The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪

বাউয়েট ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শাফায়াত হোসেন, বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্মার্ট ক্লাসরুমে তিন দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ‘মেথডস অব ইনস্ট্রাকশনস’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, ‘এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নবীন শিক্ষকদের বিভিন্ন কলা-কৌশল হাতে কলমে শেখানো হয়েছে। এই প্রশিক্ষণের জ্ঞানকে ছাত্র-ছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য কাজে লাগাতে হবে। এছাড়া ব্যক্তিগত পড়ালেখা ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে জ্ঞানার্জনের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে। ভবিষ্যতে শিক্ষকদের জন্য আরো উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হবে। ’

পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন প্রধান প্রশিক্ষক হিসেবে এ কর্মশালা পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসর প্রাপ্ত লে. কর্ণেল শেখ শামীম হোসেন, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ গোলাম সরওয়ার ভূচ্ঞাঁ।

এই কর্মশালায় বাউয়েটের ৮টি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১৭জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বাউয়েট ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাউয়েট ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শাফায়াত হোসেন, বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্মার্ট ক্লাসরুমে তিন দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ‘মেথডস অব ইনস্ট্রাকশনস’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, ‘এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নবীন শিক্ষকদের বিভিন্ন কলা-কৌশল হাতে কলমে শেখানো হয়েছে। এই প্রশিক্ষণের জ্ঞানকে ছাত্র-ছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য কাজে লাগাতে হবে। এছাড়া ব্যক্তিগত পড়ালেখা ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে জ্ঞানার্জনের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে। ভবিষ্যতে শিক্ষকদের জন্য আরো উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হবে। ’

পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন প্রধান প্রশিক্ষক হিসেবে এ কর্মশালা পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসর প্রাপ্ত লে. কর্ণেল শেখ শামীম হোসেন, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ গোলাম সরওয়ার ভূচ্ঞাঁ।

এই কর্মশালায় বাউয়েটের ৮টি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১৭জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন