The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

বাউয়েট ক্যাম্পাসে ডিনস্ লিস্ট এওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ডিনস্ লিস্ট এওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাউয়েটের স্কাইলাইট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.)।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, প্রক্টর, কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের ৯৫জন শিক্ষার্থী ২০২১ শিক্ষাবর্ষে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এই ডিনস্ লিস্ট এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সমাজবিদ্যা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আল আমিন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.