The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

শাফায়াত হোসেন, বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সোমবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বাউয়েটের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল ও ডেপুটি রেজিষ্টার (এডমিন) মেজর মোঃ আব্দুল হামিদ (অব:)। এসময় উপস্থিত ছিলেন বাউয়েটের সকল অনুষদের ডিনগন, বিভাগীয় প্রধানগন, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিশেষ বানী সকলের অবগতির জন্য প্রচার করা হয় ও সশস্ত্র বাহিনীর উন্নতির জন্য বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

ক্যাম্পাসে আলোকসজ্জা করার পাশাপাশি ফ্যাকাল্টি ও অফিসার্স মেসে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর অবদান’ শিরোনামে অনলাইন রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.