The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নবনির্বাচিত সভাপতি-রাজ ও সম্পাদক-তমাল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ২৫ নভেম্বর,২০২২(শুক্রবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪০৫ নং কক্ষে বিকেল ৩.৩০ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের ৫ম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের মাধ্যমে নাট্যদলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার এবং বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের প্রধান উপদেষ্টা ও শব্দাবলী গ্রুপ থিয়েটারের অন্যতম নাট্যকর্মী অনিমেশ সাহা লিটু। এসময় উপদেষ্টামন্ডলীগন তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে আবু নাঈম।অনুষ্ঠানের বার্ষিক রিপোর্ট তুলে ধরে নাট্য দলের সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী।পরবর্তীতে নাট্যদলের পথচলা নিয়ে আলোচনা করে সম্মানিত সদস্য মো: আল-আমিন।এছাড়াও অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট নিয়ে মন্তব্য প্রকাশ করে।

এরপরে সাবজেক্ট কমিটির মাধ্যমে লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইরফান আহমেদ রাজ সভাপতি ও তমাল রায় সাধারণ সম্পাদক সহ ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অন্যরা হলো: সহ-সভাপতি সাজিদুল মুঈদ, সহ-সভাপতি সানবীর রহমান সজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক- লামিয়া আক্তার পলি, যুগ্ম-সাধারণ সম্পাদক- সুদ্বীপ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক- মশিউর রহমান , কোষাধ্যক্ষ- মোঃ রাকিব, প্রচার সম্পাদক- রেদওয়ান শুভ , দপ্তর সম্পাদক- নওরিন নুর তিষা, কার্যনির্বাহী সদস্য- ওয়াসীমা মিথিলা,ইন্দ্রানী রাণী,সবুজ চক্রবর্তী ও সদস্য-আকিদুজ্জামান রঞ্জু, আবু নাঈম।

নাট্যদলের নবনির্বাচিত সভাপতি সকলের উদ্দেশ্য বলেন “৫ম বার্ষিক সাধারণ সভা ২০২২ এ বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নতুন যে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের উত্তরোত্তর সফলতা এবং নতুন কিছু অর্জনে সব সময় নিজেদের নিয়োজিত রাখতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের পদচারণায় যেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত করে সেই কামনা করছি।সাথে সাথে দায়িত্ব প্রাপ্ত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

সাধারণ সম্পাদক বলেন-“অন্ধকার ছিঁড়ে দেখাই আলোর আকাশ,এই লক্ষ্য নিয়েই আমাদের নাট্যদলের দীর্ঘ ৮ বছরের পথ চলা। আগামী দিনগুলোতে আমরা আমাদের নাট্যদলের মাধ্যমে তরুন প্রজন্মের কাছে আমাদের দেশের মহান মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বাংলার সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে চাই, সেই সাথে আমাদের তরুণ সমাজ যেন বিপথগামী না হয় তাদেরকে এই বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনা মূলক কাজ করার মাধ্যমে আমি আমাদের নাট্যদলকে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সাথে আমাদের নাট্যদল তথা আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম সবত্র উজ্জ্বল করতে চাই।”

আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার বলেন “বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নতুন কমিটি গঠন করেছে এবং সেটা কার্যকর হয়ছে, সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্য শপথ গ্রহন করছে।আমি আশা করি বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যাদল অতীতের চেয়ে তাদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে।এবং বরিশাল বিশ্ববিদ্যালয় এর সুনাম বৃদ্ধি করবে।এবং তাদের শিল্পকলা ও নাট্যকলার ধারা অব্যাহত রাখবে।

উল্লেখ্য নতুন কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নাট্য নির্দেশক অনিমেষ সাহা লিটু।
সব শেষে প্রাক্তন সভাপতি আবু নাঈম শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.