The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩

বয়সে ছোট, সুন্দরী নারী বিয়ে করা উচিত: সাইফ

সাইফ আলি খান ও কারিনা কাপুর দুজনই বলিউডের আলাদা নক্ষত্র। যদিও ঘর বেধেছেন এক সাথে। ২০১২ সালে বিয়ে করেন সাইফ-করিনা। সাইফের জন্ম ১৯৭০ সালের আগস্ট, করিনার ‘৮০ সালের সেপ্টেম্বরে। দুজনের বয়সের পার্থক্য ১০ বছরের।

সাইফের মতে, বয়সের এই তফাৎ নাকি সম্পর্কের যাদু ধরে রাখে। এক সাক্ষাৎকারে তিনি হেসে বলেন, প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে বেশ খানিকটা ছোট, সুন্দরী নারীকে বিয়ে করা। সইফ এর পরই নিজের উদাহরণ টেনে জানান, করিনাকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে ভাল ব্যাপার। বলেন, ছেলেরা একটু দেরিতে পরিণত হয়, মেয়েরা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে বয়সে বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। বিচ্ছদের পর ২০০৮ সালে টাশান ছবির সেটে কারিনার প্রেমে পড়েন সাইফ। দুই বছর পর বিয়ে করেন এ দুই তারকা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বয়সে ছোট, সুন্দরী নারী বিয়ে করা উচিত: সাইফ

বয়সে ছোট, সুন্দরী নারী বিয়ে করা উচিত: সাইফ

সাইফ আলি খান ও কারিনা কাপুর দুজনই বলিউডের আলাদা নক্ষত্র। যদিও ঘর বেধেছেন এক সাথে। ২০১২ সালে বিয়ে করেন সাইফ-করিনা। সাইফের জন্ম ১৯৭০ সালের আগস্ট, করিনার ‘৮০ সালের সেপ্টেম্বরে। দুজনের বয়সের পার্থক্য ১০ বছরের।

সাইফের মতে, বয়সের এই তফাৎ নাকি সম্পর্কের যাদু ধরে রাখে। এক সাক্ষাৎকারে তিনি হেসে বলেন, প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে বেশ খানিকটা ছোট, সুন্দরী নারীকে বিয়ে করা। সইফ এর পরই নিজের উদাহরণ টেনে জানান, করিনাকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে ভাল ব্যাপার। বলেন, ছেলেরা একটু দেরিতে পরিণত হয়, মেয়েরা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে বয়সে বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। বিচ্ছদের পর ২০০৮ সালে টাশান ছবির সেটে কারিনার প্রেমে পড়েন সাইফ। দুই বছর পর বিয়ে করেন এ দুই তারকা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন