The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ৬ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধিঃ স্নাতকে সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’পেতে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬ শিক্ষার্থী।

সোমবার (১ মে) নিজেদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি অনুষদের নাজনিন সুলতানা (৩.৮৪২), কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস (৩.৯৮), পশুপালন অনুষদের শারমিন ইসলাম (৩.৮৭৮), কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম (৩.৯৩৭), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দীন আহমেদ (৩.৯২৯), মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিনতি (৩.৯১৪)।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.