The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

পালিয়ে যাওয়া বরকে ২০ কিলোমিটার তাড়া করে ফিরিয়ে আনলেন কনে

ঘটনা ভারতের উত্তর প্রদেশের বারেলির। দীর্ঘ আড়াই বছরের প্রেমের সম্পর্ক পূর্নতা পেতে চলেছে দুই হাত এক করার মাধ্যমে। দুই পরিবার মিলেই বিয়ের দিনক্ষন ধার্য করেছে। কিন্তু বিয়ের দিন বর পালিয়েছে। অবশেষে কনে নিজেই ২০ কিলোমিটারের বেশি পথ ধাওয়া করে পালিয়ে যাওয়া বরকে ধরে বিয়ের মণ্ডপে ফিরেছে। করেছেন বিয়ে । যা সিনেমার দৃশ্যে দেখা মেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে গায়ে বিয়ের শাড়ি ও গহনা পরেই পালিয়ে যাওয়া বরকে তাড়া  করেন ওই নারী। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কনে বিয়ের সাজে থাকলেও সাধারণ পোশাকেই পাশে বসে রয়েছেন বর। মন্দিরের ভেতর চলছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

প্রতিবেদনে বলা হয়েছে,  ঘটনাক্রমে দুই পরিবারের সমঝোতার ভিত্তিতে তাদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। গত রোববার ভুতেশ্বর নাথ মন্দিরে তাদের বিয়ে হবে বলে ঠিক হয়েছিল। এর আগে ওই যুবেকের সাথে আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল বিয়ের কনের। কিন্তু বিয়ের দিন বাধে বিপত্তি দীর্ঘসময় পার হলেও বর মণ্ডপে হাজির না হওয়ায় ঘটনা অন্য দিকে মোড় নেয়। অপেক্ষা করতে করতে কনে ফোন করেন বরের কাছে। তখন বর মণ্ডপে আসার পরিবর্তে নানা রকম অজুহাত দেখাতে শুরু করেন। বলেন, মাকে আনতে তিনি বাদাউন জেলায় যাচ্ছেন।

বরের এমন নয় ছয় কথা শুনেই কনের সন্দেহ হয়, তার বর হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই আর এক মুহূর্তও দেরি করেননি বিয়ের কনে। বেরিয়ে পড়েন বরের সন্ধানে। খুঁজতে খুঁজতে বারেলি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভিমোরা থানার কাছে একটি বাস স্টেশনে পেয়ে যান বরকে।

বাস স্টেশনেই শুরু হয় চরম নাটকিয়তা। কিন্তু এত পথ এসে কনে বরকে ছাড়া যেতে নারাজ। বরকে নিয়েই ফিরে আসেন মণ্ডপে। পরে সেখানে দুই পরিবারের উপস্থিতিতে সাত পাঁকে বাঁধা পড়েন এ যুগল।

সূত্র: এনডিটিভি

You might also like
Leave A Reply

Your email address will not be published.