The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

পবিপ্রবি প্রতিনিধিঃ জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা পহেলা বৈশাখ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “ঐ নতুনের কেতন উড়ে কাল-বৈশাখীর ঝড়” শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে। সকাল ৯ঃ০০ মিনিটে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কৃষি অনুষদে ফিরে আসে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান।

নববর্ষ উৎযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ফজলুর হকের সভাপতিত্বে ও উৎযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক শিক্ষার্থী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

পবিপ্রবি'তে পহেলা বৈশাখ উদযাপন

পবিপ্রবি প্রতিনিধিঃ জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা পহেলা বৈশাখ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “ঐ নতুনের কেতন উড়ে কাল-বৈশাখীর ঝড়” শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে। সকাল ৯ঃ০০ মিনিটে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কৃষি অনুষদে ফিরে আসে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান।

নববর্ষ উৎযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ফজলুর হকের সভাপতিত্বে ও উৎযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক শিক্ষার্থী।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন