The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

পবিত্র ঈদুল ফিতরে খোলা থাকছে জবির ছাত্রী হল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইস্টার সানডে, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দীর্ঘ ১৭ দিনের ছুটি। তবে এ ছুটিতে খোলা থাকবে একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, আগামী ২৯ ও ৩০ তারিখ শুক্র, শনিবার হওয়ায় ৩১ মার্চ থেকে অফিসিয়াল ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, দপ্তর ইন্সটিটিউট বন্ধ হবে আগামী ৭ এপ্রিল থেকে। আগামী ১৫ এপ্রিল থেকে ক্লাস ও সব অফিস, দপ্তর খুলবে।

এদিকে এ ছুটির মধ্যে নারী শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে একমাত্র ছাত্রী হলটি খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, হল বন্ধ রাখলে সুবিধা হতো কিন্তু তাও এ ছুটিতে আমরা হল খোলা রাখবো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.