The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

পদ্মার এক কাতল বিক্রি হলো ২৮ হাজার ৮৭৫ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ১৭ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। রোববার (২ এপ্রিল) ভোরে জেলে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি পরে ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, জেলে আনোয়ার হালদার তার সঙ্গীদের নিয়ে রাতে পদ্মায় মাছ ধরতে বের হলে ভোর রাতে তার জালে বড় একটি কাতল মাছ আটকা পড়ে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি বিক্রির জন্য আনলে স্থানীয় মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, রোববার সকালে মাছটি কেনার পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাগেরহাট জেলার একজন ক্রেতার কাছে কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে সামান্য লাভে বিক্রি করেছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.