The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪

নেবিপ্রবির শিক্ষাচিন্তা সংঘের নেতৃত্বে রাফি, শিশির

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষা প্রশাসন বিভাগ কর্তৃক গঠিত “শিক্ষাচিন্তা সংঘ”-এর প্রথম কার্যনির্বাহ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাফি উজ্জামান এবং শিশির চন্দ্র পন্ডিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শিক্ষা বিষয়ক চিন্তাভাবনা, আলাপ-আলোচনা, সেমিনার-সিম্পোজিয়াম, পাঠচক্র, বিতর্ক, লেখা-জোখা ইত্যাদি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে শিক্ষা প্রশাসন বিভাগ “শিক্ষাচিন্তা সংঘ” প্রতিষ্ঠা করেছে।

আজ রোববার ( ১৫ই জানুযারি) আগামী ২০২৩ সেশনের জন্য শিক্ষাচিন্তা সংঘের কার্যনির্বাহী পরিষদ “শিক্ষাচিন্তা সংঘ” -এর প্রধান উপদেষ্টা শিক্ষা ও প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলাম, উপদেষ্টা শিক্ষা ও প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসুল আরেফিন ও সহকারী অধ্যাপক নাজমুন নাহার চৈতি নতুন কমিটির অনুমোদন দেন।

২৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- নওশিন শর্মিলী ও আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো: ইমরান কবীর ও তাসনিম কাকন অর্ণি, সাংগঠনিক সম্পাদক- এস এম আলী আহম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক- তাইয়্যেবা মুসতারি ও সামিহা আক্তার, প্রচার সম্পাদক- মো: নাঈম আকন, অর্থ সম্পাদক- এস এম অমিত হাসান তানহা, প্রকাশনা বিষয়ক সম্পাদক- সুমাইয়া করিম তমা, দপ্তর সম্পাদক- রীমা চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক- মুসলিমা আফরোজ শম্পা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- নুসরাত জাহান, গবেষণা সম্পাদক- তানজিনা আক্তার, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক- কথা মজুমদার, তথ্যপ্রযুক্তি ও ডিজাইন সম্পাদক- সালমা আক্তার রুবি, কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক- ইফাজ ইবনে কাদের ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- অপূর্ব বৈদ্য, নির্বাহী সদস্য -তানজিনা আক্তার (সুমাইয়া), আব্দুল্লাহ আল নোমান, মো: রিফাত ভুঁইয়া, অদিতি দাস গোপা, রবিউল হাসান, তৌফিক উদ্দিন, তানজিলা ঐশী, সোহান চৌধুরী ও তারেক মুকতার।

শিক্ষাচিন্তা সংঘ”-এর নবনির্বাচিত সভাপতি মোঃ রাফি উজ্জামান বলেন, “সংঘটি নতুন। সংঘটির মাধ্যমে আমরা ডিপার্টমেন্টের পাশাপাশি শিক্ষার উন্নয়নমূলক কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক শিশির চন্দ্র পন্ডিত বলেন, “শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগের জন্য একটি আকর্ষণীয় প্লাটফর্ম হিসেবে শিক্ষা সংঘ কাজ করবে।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. নেবিপ্রবির শিক্ষাচিন্তা সংঘের নেতৃত্বে রাফি, শিশির

নেবিপ্রবির শিক্ষাচিন্তা সংঘের নেতৃত্বে রাফি, শিশির

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষা প্রশাসন বিভাগ কর্তৃক গঠিত "শিক্ষাচিন্তা সংঘ"-এর প্রথম কার্যনির্বাহ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাফি উজ্জামান এবং শিশির চন্দ্র পন্ডিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শিক্ষা বিষয়ক চিন্তাভাবনা, আলাপ-আলোচনা, সেমিনার-সিম্পোজিয়াম, পাঠচক্র, বিতর্ক, লেখা-জোখা ইত্যাদি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে শিক্ষা প্রশাসন বিভাগ "শিক্ষাচিন্তা সংঘ" প্রতিষ্ঠা করেছে।

আজ রোববার ( ১৫ই জানুযারি) আগামী ২০২৩ সেশনের জন্য শিক্ষাচিন্তা সংঘের কার্যনির্বাহী পরিষদ "শিক্ষাচিন্তা সংঘ" -এর প্রধান উপদেষ্টা শিক্ষা ও প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলাম, উপদেষ্টা শিক্ষা ও প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসুল আরেফিন ও সহকারী অধ্যাপক নাজমুন নাহার চৈতি নতুন কমিটির অনুমোদন দেন।

২৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- নওশিন শর্মিলী ও আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো: ইমরান কবীর ও তাসনিম কাকন অর্ণি, সাংগঠনিক সম্পাদক- এস এম আলী আহম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক- তাইয়্যেবা মুসতারি ও সামিহা আক্তার, প্রচার সম্পাদক- মো: নাঈম আকন, অর্থ সম্পাদক- এস এম অমিত হাসান তানহা, প্রকাশনা বিষয়ক সম্পাদক- সুমাইয়া করিম তমা, দপ্তর সম্পাদক- রীমা চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক- মুসলিমা আফরোজ শম্পা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- নুসরাত জাহান, গবেষণা সম্পাদক- তানজিনা আক্তার, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক- কথা মজুমদার, তথ্যপ্রযুক্তি ও ডিজাইন সম্পাদক- সালমা আক্তার রুবি, কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক- ইফাজ ইবনে কাদের ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- অপূর্ব বৈদ্য, নির্বাহী সদস্য -তানজিনা আক্তার (সুমাইয়া), আব্দুল্লাহ আল নোমান, মো: রিফাত ভুঁইয়া, অদিতি দাস গোপা, রবিউল হাসান, তৌফিক উদ্দিন, তানজিলা ঐশী, সোহান চৌধুরী ও তারেক মুকতার।

শিক্ষাচিন্তা সংঘ"-এর নবনির্বাচিত সভাপতি মোঃ রাফি উজ্জামান বলেন, "সংঘটি নতুন। সংঘটির মাধ্যমে আমরা ডিপার্টমেন্টের পাশাপাশি শিক্ষার উন্নয়নমূলক কাজ করতে চাই।"
সাধারণ সম্পাদক শিশির চন্দ্র পন্ডিত বলেন, "শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগের জন্য একটি আকর্ষণীয় প্লাটফর্ম হিসেবে শিক্ষা সংঘ কাজ করবে।”

পাঠকের পছন্দ

মন্তব্য করুন