The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা ঋণ নিয়ে পড়া যাবে

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন শিক্ষার্থীরা অন্তরে লালন করেন। তাই নিজের স্বপ্নপূরণের পথে শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটছেন শিক্ষার্থীদের অনেকেই। তবে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রথমেই তাঁদের নজর রাখতে হয় স্কলারশিপের দিকে। প্রয়োজনের সঙ্গে স্কলারশিপের সামঞ্জস্য না হওয়ায় অনেক সময় কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তি হতে পারেন না তাঁরা। তবে শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করতে এবং জ্ঞানচর্চার মাধ্যমে সমাজে অবদান রাখার সুযোগ করে দিতে একাধিক স্কলারশিপ ও সরাসরি লোনের মাধ্যমে অনেক কম খরচে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস। পর্যাপ্ত স্কলারশিপসমৃদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো আমস্টারডাম ইউনিভার্সিটি, ওয়াজেনিনজেন ইউনিভার্সিটি, ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউট্রেকট ইউনিভার্সিটি ইত্যাদি। আজ জেনে নেওয়া যাক নেদারল্যান্ডসের আমস্টারডাম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়ালেখা সম্পর্কে।

যেসব বিষয়ে পড়তে পারবেন

সিলেকটিভ এবং কোটাসহ বিষয়

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
সাইকোলজি

সিলেকটিভ বিষয়

লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেস
পলিটিকস
সাইকোলজি
ইকোনমিকস
স্কলারশিপ

নেদারল্যান্ডস গভমেন্ট স্কলারশিপ
ইউনিভার্সিটি অব আমস্টারডাম স্কলারশিপ
গ্লোবাল স্টুডেন্টস কনটেস্ট স্কলারশিপ
ডক ২৪ লেগেটেট
বিশেষ সুযোগ-সুবিধা

সরাসরি লোন নিয়ে পড়াশোনার সুযোগ
নির্ধারিত সময়ে কাজের সুযোগ
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ

উচ্চমাধ্যমিক বা ডিপ্লোমার ট্রান্সক্রিপ্ট
ইংরেজি ভাষাদক্ষতার সনদ
জীবনবৃত্তান্ত (সিভি)
ভাষাদক্ষতা

আবেদনকারীকে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে। সে ক্ষেত্রে আইইএলটিএস বা টোফেলের রেজাল্ট গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আইইএলটিএস স্কোর সব মিলিয়ে থাকতে হবে ন্যূনতম ৬.৫; তবে কিছু বিশেষ বিষয়ে পড়ার ক্ষেত্রে স্কোর ৬ থাকলেও চলবে। টোফেলের ক্ষেত্রে সব মিলিয়ে ন্যূনতম ৯২ এবং লিখিত অংশে ন্যূনতম ২২। কেমব্রিজ সি-১ অ্যাডভান্স ও কেমব্রিজ সি-২ অ্যাডভান্স পরীক্ষার ফলাফলও গ্রহণযোগ্য হবে।

আবেদনের শেষ তারিখ

সিলেকটিভ এবং কোটাসহ বিষয়: ১৫ জানুয়ারি ২০২২।

সিলেকটিভ বিষয়:

১ ফেব্রুয়ারি ২০২২।

ফলাফল: আবেদনের প্রক্রিয়া শেষ হলে ই-মেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.