The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

নিটারে নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ওয়ার্কশপ আয়োজন

ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ওয়ার্কশপ আয়োজিত হয়েছে।

গত ৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন নিটারের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জুনাইবুর রশীদ এবং সিএসই ডিপার্টমেন্ট এর সকল শিক্ষক- শিক্ষিকা-বৃন্দ ও শিক্ষার্থীরা।

টেনিং ইন্সটিটিউট আইটি বাংলাদেশ এর ফাউন্ডার এবং টেকনিক্যাল ট্রেইনার জনাব মোঃ মুশফিকুর রহমান ওয়ার্কশপ হোস্ট করেন। সিএসই ডিপার্টমেন্ট এর জনাব সাইদুজ্জামান স্যার এর সহায়তায় নিটারের ১০ম,১১তম ও ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপের প্রধান আলোচ্য বিষয় ছিলো নেটওয়ার্কিং।

নেটওয়ার্কিং কি, নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে চাইলে করণীয়, নেটওয়ার্কিং থেকে শিক্ষনীয় বিষয়, নেটওয়ার্কিং এ জবের জন্য গ্রহণীয় পদক্ষেপ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জুনাইবুর রশীদ বলেন সিএসই ডিপার্টমেন্টসহ প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রতিমাসে সেমিনার আয়োজনের সু্যোগ দিবেন যা আমাদের সমৃদ্ধ হতে সহায়তা করবে।

ওয়ার্কশপে আইটি বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউটকে অর্গানাইজেশনের জন্য ভলান্টিয়ার হিসেবে ৫ জন শিক্ষার্থী দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ছিলেন মেহরাবি উদ্দিন সরকার অভি,মোঃ রাফি রহমান, কাউসার আহমেদ, তানজুম তাসরিফ এবং আবির।

You might also like
Leave A Reply

Your email address will not be published.