বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উদ্বেগে র্যালী, ক্যাম্পাস ক্লীনিংসহ নানা আয়োজনে পালিত হলো বেরোবিতে বিশ্বপরিবেশ দিবস।
সোমবার (৫ই জুন) বেলা ১১ টার সময়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কৃষ্ণচূড়া সড়কে গিয়ে শেষ করে।এর পর স্বাধীনতা স্মারক মাঠে ক্যাম্পাস
ক্লীনিং এর কাজ শুরু করে। শেষে লাইভ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি স্বপন মাহামুদ বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমাদের বার্তা পরিবেশ রক্ষার্থে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবনা, অপ্রয়োজনে বৃক্ষ হত্যা করবোনা, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রাখতে সচেষ্ট থাকব।কারন পরিবেশ টিকে থাকলে আমরা ঠিক থাকব।
চলুন, তাই করি পণ পরিবেশ রক্ষায় দিব মন।
র্যালীতে অংশগ্রহন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। র্যালীচলাকালে তারা বিভিন্ন রকমের প্লাকাড নিয়ে আসে।প্লাকাডে লেখা ছিল সবুজ এখন নতুন কালো,বন্য বন্য এ অরণ্য সুন্দর, আশেপাশের পরিবেশ সুন্দর রাখুন, মন ও পরিবেশ পরিষ্কার রাখুন ইত্যাদি পরিবেশ রক্ষা বিষয়ক বাণী ছিল।
আরও পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ বুধবার