The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪

নরসিংদী ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ জেএনইউ এর সভাপতি রাতুল সম্পাদক লাকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন নরসিংদী ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ জেএনইউ এর প্রথম কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাতুল সাহা ও সাধারণ সম্পাদক হয়েছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী লাকি আক্তার।

মঙ্গলবার সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। আগামী এক বছরের জন্য নরসিংদী ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ জেএনইউ এর ২০২৩-২০২৪ নির্বাহী সংসদের ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অনুমোদন দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট সাইফুল্লাহ আল মুজাহিদ, নরসিংদী জজ কোর্টের এডভোকেট ইখলাসুর রহমান মামুন, চট্রগ্রাম দুদকের পরিদর্শক (লিগ্যাল এন্ড প্রসিকিউশন) মো. শফিকুল ইসলাম, হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এডভোকেট সোহেল ভূঁইয়া, ঢাকা জজ কোর্টের এডভোকেট তাফান্নুম বিনতে কিবরিয়া, কিশোরগঞ্জের সহকারী জজ মোস্তাফিজুর রহমান।

কমিটিতে সহ-সভাপতি রাহাত খান (১৩ তম ব্যাচ) ও রিমি জামান (১৪ তম ব্যাচ)। যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ সিজান (১৪ তম ব্যাচ) ও অন্তর হোসেন (১৫ তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন (১৫ তম ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিলুল্লাহ (১৫ তম ব্যাচ), অর্থ সম্পাদক মাহমুদুল হাসান নিশাত (১৫ তম ব্যাচ), দপ্তর সম্পাদক নাজমুন নাহার সুপ্তি (১৬ তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক সিফাত সরকার মবিন (১৬ তম ব্যাচ), আইন সম্পাদক শ্রীকান্ত বাউল (১৭ তম ব্যাচ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. হাছিবুর রহমান নিশান (১৭ তম ব্যাচ) স্বর্ণা রিকাবদার ( ১৭ তম ব্যাচ) রাহেদ আলী (১৭ তম ব্যাচ) সাদিয়া ইমা (১৭ তম ব্যাচ)।

নতুন কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন সাইফুল্লাহ আল মুজাহিদ (৫ম ব্যাচ), ইখলাসুর রহমান মামুন (৬ষ্ঠ ব্যাচ), মো. শফিকুল ইসলাম (৬ষ্ঠ ব্যাচ), সোহেল ভূঁইয়া (৭ম ব্যাচ), তাফাল্লুম বিনতে কিবরিয়া (৭ম ব্যাচ), মোস্তাফিজুর রহমান (৮ম ব্যাচ)।

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক লাকি আক্তার বলেন, নরসিংদী ঢাকার কাছাকাছি জেলা হওয়ায় এই জেলার শিক্ষার্থীরা পড়াশুনায় সবসময় এগিয়ে থাকে। প্রতিবছরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নরসিংদীর বেশ সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়। আমাদের জেলার আইন শিক্ষার্থীদের একসাথে রাখার এই উদ্যোগের জন্য সিনিয়রদের সাধুবাদ জানাই। নরসিংদী জেলার জবিয়ান আইন অনুষদের ভাই-বোনদের জন্যে দৃঢ়ভাবে কাজ করার সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। সাংগঠনিক শৃঙ্খলা, গতিশীলতা এবং সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনার জন্য সবার সহযোগিতা আশা করছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.