The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

নতুন বছরের প্রথম দিনে সারা দেশে চলছে বই উৎসব

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পৌছে গেছে নতুন বই। সারা দেশে আজ বই উৎসব উদযাপিত হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। করোনার কারণে গত দুই বছর বই উৎসব করা সম্ভব হয়নি। একারনে এবছর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

রোববার (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। মাধ্যমিকের বই উৎসব চলছে গাজীপুরের কাপাসিয়া সদর উপজেলার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। শিক্ষামন্ত্রী দীপু মনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

এবার কাগজ সংকটের কারণে সব বই ছাপা শেষ করা সম্ভব না হলেও প্রায় ৮০ শতাংশ পাঠ্যবই ছাপা শেষ হয়েছে বলে জানা গেছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান, ছাপার কাজ দেরিতে শুরু হওয়ায় প্রাথমিকের বই কিছুটা পিছিয়ে আছে। তবে অবশিষ্ট বইও ১০ জানুয়ারির মধ্যে সব উপজেলায় চলে যাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.