The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪

নটর ডেম কলেজে একাদশে ভর্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) কলেজ অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) ফলাফল পাওয়া যাচ্ছে। ফলাফল দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বছর উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন রাখা হয়েছে ১ হাজার ৮০০টি, ইংরেজি মাধ্যমে ৩০০টি। এছাড়াও কলেজের মানবিক শিক্ষা শাখায় আসন রাখা হয়েছে ৪১০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ৭৬০টি আসন। এবারও মোট আসনের দেড়গুন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

প্রয়োজন কাগজপত্র
* ভর্তি আবেদনের প্রবেশপত্র
* এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
* এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র
* এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি
* সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

এসব কাগজ সঙ্গে আনতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

You might also like
Leave A Reply

Your email address will not be published.