The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

দুই বলে দুইবার স্টাম্প ভাঙলেন আর্শ্বদীপ

আইপিএলের চলতি আসরের ৩১তম ম্যাচে শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৩ রানের জয় তুলে নিয়েছে পাঞ্জাব। পাঞ্জাবের দেওয়া ২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাইয়ের ইনিংস থামে ২০১ রানে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদবের ব্যাটে জবাবটা ভালোই দিচ্ছিল মুম্বাই। ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রোহিত। ৪৩ বলে ৬৭ রান করেন গ্রিন। ২৬ বলে ৫৭ করে আউট হয়ে যান সূর্যকুমার। মুম্বাই ১৮২ রানে চতুর্থ উইকেট হারায়। তবে তখনো অপর প্রান্তে ভরসা হয়ে ছিলেন টিম ডেভিড। কিন্তু শেষ ওভারে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন সিং। ওই ওভারে দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান খরচ করার পর টানা দুই বলে দুই উইকেট তুলে নেন আর্শ্বদীপ। দুইবারই মিডল স্টাম্প ভাঙেন পাঞ্জাবের এই পেসার।

শেষ ওভারে মাত্র ২ রান খরচ করেন আর্শ্বদীপ। সমানসংখ্যক উইকেট নেওয়ার পাশাপাশি দুটি ডটও দিয়েছেন এই ডানহাতি পেসার। এ কারণে স্ট্রাইকে ফিরতে পারেননি মুম্বাইয়ের শেষ ভরসা টিম ডেভিড। ফলে বিফলেই যায় তার ১৩ বলে অপরাজিত ২৫ রানের দুর্দান্ত ইনিংস।

You might also like
Leave A Reply

Your email address will not be published.