The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে তাওসিফ-নিশাদ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) সরকারি তিতুমীর কলেজ পুরাতন বিজ্ঞান ভবনের ৩য় তলায় শিক্ষক মিলাতায়ন কক্ষে দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সাংবাদিক সমিতির (সতিকসাস) এর ভোট গ্রহণের অনুষ্ঠিত হয়। উক্ত নিবার্চনে নতুন সভাপতি পদে নিবাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তর এর স্টর্ফ রিপোর্টার তাওসিফ মাইমুন ও সাধারণ সম্পাদক পদে নিবাচিত হয়েছেন দেশ টেলিভিশন এর রিপোর্টার শাহাদাত হোসেন নিশাদ।

এছাড়াও সহ- সাভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমপি নিউজের এর তুহিন ভূঁইয়া, সাংগঠানিকতা সম্পাদক পদে ঢাকা ১৮.কম এর মার্জিয়া আফরোজ মিলি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে স্বদেশ প্রতিদিন এর সাব এডিটর এইচ.এম ইমরান হোসাইন, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ রায়হান এবং বিনা প্রতিদ্বন্ধিতায় দপ্তর সম্পাদক পদে সংবাদের মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।

এদিন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন টুয়েন্টিফোর লাইভ এর ক্যাম্পাস প্রতিনিধি মোঃ আজাদ হোসেন, সোনালী নিউজ ডট কম এর মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ সাব্বির হোসেন।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির এ নিবার্চনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন এবং পর্যবেক্ষণ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক সমিতির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

এছাড়াও নির্বাচন কমিশানর হিসেবে দায়িত্ব পালন করছেন এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রলি, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোটার মানিক মুনতাসির ও এশিয়ান টেলিভিশন যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল এবং নির্বাচন সচিবের দায়িত্ব পালন করছেন সংগনটির সদ্য সাবেক সভাপতি সাব্বির আহমেদ।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটিতে। এবার গনতান্ত্রিক নিয়মানুযায়ী দ্বিতীয়বারের মতো কোনো সহ- শিক্ষামূলক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.