The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

ঢাবিতে ‌‌‘গীতাঞ্জলি’ হাতে ‘মুখবন্ধ রবীন্দ্রনাথ’, কারণ কি?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নোবেল জয়ী কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ হাতে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার মুখ টেপ লাগিয়ে বন্ধ করা এবং হাতের কাব্যগ্রন্থটি পেরেকবিদ্ধ। কাঠের কাঠামোর ওপর বইয়ের পাতা জোড়া দিয়ে তৈরি করা হয়েছে রবীন্দ্রনাথের এ অবয়ব।

ভাস্কর্যটি স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। জানা গেছে তারা বামধারার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ।

উদ্যোক্তারা বলছেন, ভাস্কর্যটি বানানো হয়েছে বাক ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। ভাস্কর্যটি মানুষকে সেন্সরশিপ এবং অন্য নিপীড়নের বিরুদ্ধেও কথা বলতে অনুপ্রাণিত করবে বলে জানান উদ্যোক্তারা। এটি পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে রাজু ভাস্কর্যের পাশে থাকবে।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.