The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫

ড্রেসিংরুমে ধূমপানের শাস্তি পেলেন সুজন

গত ১০ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষের ম্যাচে ড্রেসিংরুমে নীতি বহির্ভূত কাজের জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ অর্থ জরিমানা দিতে হচ্ছে খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনকে। একইসঙ্গে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হচ্ছে শাস্তি হিসাবে।

বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২ দশমিক ২০ ধারা অনুযায়ী এই শাস্তি প্রদান করা হয়েছে সুজনকে। দুই আম্পায়ার আলী আমরান রাজন এবং রবীন্দ্র উইমালাসারির অভিযোগের ভিত্তিতে সুজনকে এই শাস্তি দেয়া হয়েছে। সুজন শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

আরো পড়ুন: ড্রেসিংরুমে সুজনের ধূমপানের ছবি ভাইরাল: পেতে পারেন শাস্তি

উল্লেখ্য, ফরচুন বরিশালের বিপক্ষের ম্যাচটিতে ব্যাটারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে জয় পায় খুলনা টাইগার্স। কিন্তু বিপত্তি বাধে সুজনের ধুমপানকে কেন্দ্র করে। দলের জয়কে ছাড়িয়ে সামনে চলে আসে সুজনের ধুমপান কান্ড। ঘটনার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ওই ছবি। এরপর সুজনকে রীতিমতো নিন্দার সাগরে ভাসিয়ে দেন দেশীয় ক্রিকেটের সমর্থকরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.