The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩

টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে মেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি নতুন একটি টেক্সভিত্তিক সোশ্যাল অ্যাপ নিয়ে কাজ করছে বলে জানা গেছে। ওই নতুন টেক্সভিত্তিক অ্যাপটি টুইটার ও মাস্টডনের মতো সামাজিক সাইটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি মেটার স্পোকপার্সন বিবিসিকে জনান, ‘আমরা একটি স্বতন্ত্রধর্মী অ্যাপস নিয়ে কাজ করছি। যেখানে টেক্সভিত্তিক আপডেট শেয়ার করা যাবে’।

ওই স্পোকপার্সন আরো বলেন, আমরা বিশ্বাস করি এতে ব্যবহারকারীদের নতুন এক ধরনের সুযোগ তৈরি হবে। যেখানে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের আপডেটগুলো আলাদা করে শেয়ার করতে পারবেন।

সামাজিক মাধ্যম টুইটারের আদলে একই ধরণের অ্যাপ নিয়ে মেটা কাজ করার ঘোষণা দেওয়ায় দুই টেক জায়ান্টের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলেই ধারণা করছেন টেক বিশেষজ্ঞরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
  3. টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে মেটা

টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে মেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি নতুন একটি টেক্সভিত্তিক সোশ্যাল অ্যাপ নিয়ে কাজ করছে বলে জানা গেছে। ওই নতুন টেক্সভিত্তিক অ্যাপটি টুইটার ও মাস্টডনের মতো সামাজিক সাইটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি মেটার স্পোকপার্সন বিবিসিকে জনান, ‘আমরা একটি স্বতন্ত্রধর্মী অ্যাপস নিয়ে কাজ করছি। যেখানে টেক্সভিত্তিক আপডেট শেয়ার করা যাবে’।

ওই স্পোকপার্সন আরো বলেন, আমরা বিশ্বাস করি এতে ব্যবহারকারীদের নতুন এক ধরনের সুযোগ তৈরি হবে। যেখানে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের আপডেটগুলো আলাদা করে শেয়ার করতে পারবেন।

সামাজিক মাধ্যম টুইটারের আদলে একই ধরণের অ্যাপ নিয়ে মেটা কাজ করার ঘোষণা দেওয়ায় দুই টেক জায়ান্টের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলেই ধারণা করছেন টেক বিশেষজ্ঞরা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন