The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

টিকিটে ইংল্যান্ডের স্থানে যুক্তরাজ্যের পতাকা, বিসিবি বলছে ‘প্রিন্টিং মিসটেক’

প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। এখন পর্যন্ত মাঠের খেলার চেয়ে বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনা চলছে। এবার ম্যাচের টিকিটে ধরা পড়েছে মারাত্মক ভুল। ইংল্যান্ডের পতাকার জায়গায় সেখানে বসিয়ে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পতাকা। এ ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে ক্রিকেট বোর্ডের দায়েত্বে অবহেলার কথা বলছেন।

পতাকা ব্যবহারে ভুলের ঘটনাকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে দাবি করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘আমি দেখেছি এটা (টিকিটে ভুল)। ওটা আসলে প্রিন্টিং মিসটেকের কারণে হয়েছে। সেটি ইতোমধ্যে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টিকিট কারেকশনে চলে গেছে। আমরা একটা প্রেস রিলিজ দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি।’

তবে ভুল টিকিটেই দর্শকদের সিরিজের প্রথম ম্যাচ দেখতে হবে। টিটু জানান, ‘প্রথম ম্যাচের তো টিকিট হয়ে গেছে। এখন দ্বিতীয় ম্যাচ থেকেই এর পরিবর্তন হয়ে যাবে।’

মূলত ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ কয়েকটি দেশ মিলে যুক্তরাজ্য গঠিত। ক্রিকেটে তাদের প্রত্যেকেই আলাদা দেশ হিসেবে খেলার আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। অথচ টিকিটে ইংল্যান্ডের জায়গায় যুক্তরাজ্যের পতাকার ছবি ছাপানো হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.