The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫

জীবনসঙ্গী পেতে দোয়া চাইলেন সাফা কবির

ডেস্ক রিপোর্ট: ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, ‘আপনারা আমার বিয়ে, মেহেদি, হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে ইনশাআল্লাহা আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পাবের। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।’

জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘যদি একটা খুব ভালো মনের মানুষ বা একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তোবা খুব ভালো হবে। ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে এসব নিয়ে চিন্তা করিনা। সেটা যে কেউ হতে পারে, একটা ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।’

‘আমি আসলে খুব ঘরকুনো একটা মেয়ে, বাসায় থাকতে খুব বেশি ভালোবাসি। এদিকে আমার বন্ধুরা আমাকে বলে আমি অনেক অলস বাসা থেকে বের হতে একদম পছন্দ করি না।’

সাফার কথায়, ‘তারা আসলে সত্যি বলেছে, আমি বাসায় থাকতে পছন্দ করি। তাদেরকে বাসায় আসতে বলি এবং আমি তাদের জন্য রান্না করি। অবসর সময়ে অনেক কিছু করি যেমন খুব বেশি ঘুমায় খুব বেশি খেতে ইচ্ছে করলে রান্না করি পাশাপাশি মায়ের সঙ্গে অনেক বেশি সময় কাটানো হয়।’

আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘আল্লাহ আমাকে জীবনে প্রত্যেকটা ধাপে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার সেদিন উপলদ্ধি হয়েছে যে আমি আসলে সুস্থ আছি, আমার বাবা-মা সুস্থ আছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.