The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪

জাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন শুরু ৯ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তির আবেদন শুরু হবে আগামী ৯ মে থেকে। চলবে ৩১ মে পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ১৬ জুন। চলবে ২৪ জুন পর্যন্ত।

সোমবার (১৭ এপ্রিল) এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

২০২২ সালের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। এবার আইবিএ আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্বের সঙ্গে চারুকলা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এ বছর পাঁচ ইউনিটের জায়গায় সাতটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

আসন সংখ্যা: বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ৩ ইন্সটিটিউট মিলিয়ে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৮৮৯টি। এর মধ্যে ছাত্র ৯৫০ এবং ছাত্রীদের জন্য আসন রয়েছে ৯৩৯টি।

আবেদন ফি: বিকাশ অথবা রকেটের মাধ্যমে বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য নিম্নোক্তহারে আবেদন ফি প্রদান করতে হবে।

A, B এবং C ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা

C1, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা

বিস্তারিত জানতে ক্লিক করুন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.