The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

জাবির প্রশাসনিক পদে ৭ নতুন মুখ

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাতটি প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব পদে দায়িত্বরতদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন: শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ রেজা এবং অতিরিক্ত পরিচালক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল হাবীব।পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক পদে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আওলাদ হোসেন এবং অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক পদে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এনামুল হক।

এছাড়া প্রীতিলতা হলের প্রভোস্ট পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার এবং নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম নিযুক্ত হয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.