The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাংকিং এক নজরে দেখে নিন ৮ বিভাগের সেরা ৬৮ কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর পারফরমেন্সের ভিত্তিতে কলেজ র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এতে জাতীয় পর্যায়ে শীর্ষে রয়েছে রাজশাহী কলেজ। কলেজটি ৭০ দশমিক ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ র‍্যাংকিং তালিকা ঘোষণা করেন।

প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী ঢাকা অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, সিলেট অঞ্চলে ৬টি, বরিশাল অঞ্চলে ৪টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টি কলেজ র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে।

খুলনা অঞ্চলের সেরা হয়েছে, সরকারি ব্রজলাল কলেজ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, সীমান্ত আদর্শ কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, ঝাউডাঙ্গা কলেজ, এম এস জোহা ডিগ্রি কলেজ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ।

বরিশাল অঞ্চলের সেরা কলেজগুলো হলো- সরকারি ব্রজমোহন কলেজ, ভোলা সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।

সিলেট অঞ্চলের সেরা কলেজগুলো হলো- মুরারিচাঁদ (এমসি) কলেজ, সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ, দক্ষিণ সুরমা কলেজ এবং সুনামগঞ্জ সরকারি কলেজ

রংপুর অঞ্চলের সেরা কলেজগুলো কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, আদর্শ কলেজ, হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজ এবং নীলফামারী সরকারি কলেজ।

ময়মনসিংহ অঞ্চলের সেরা কলেজগুলো হলো- আনন্দমোহন কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, ইসলামপুর কলেজ, সরকারি মোমিনুন্নেছা মহিলা কলেজ, জাহানারা লতিফ মহিলা কলেজ, গৌরিপুর মহিলা কলেজ, শেরপুর মহিলা কলেজ এবং সরকারি শহীদ স্মৃতি কলেজ।

রাজশাহী অঞ্চলের সেরা দশ কলেজ হলো- রাজশাহী কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সৈয়দ আহমদ কলেজ, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ, নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ এবং নওগাঁ সরকারি কলেজ।

চট্টগ্রাম অঞ্চলের সেরা দশ কলেজ হলো- কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, কুমিল্লার মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ এবং চট্টগ্রাম সরকারি উইমেন্স কলেজ।

ঢাকা অঞ্চলের সেরা দশ কলেজ হলো- রাজধানীর ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.