The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

জবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। স্থগিত হওয়ার চার মাস পর পূর্বের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসেন দুজনেই বলবৎ রয়েছেন শাখা ছাত্রলীগের দায়িত্বে।

শনিবার (৫ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হল।”

এর আগে, গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এর ৬ মাসের মাথায় শুক্রবার (০১ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। তবে কী কারণে কমিটি স্থগিত হয়েছে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কিছু বলে নাই কেন্দ্রীয় কমিটি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. জবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

জবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। স্থগিত হওয়ার চার মাস পর পূর্বের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসেন দুজনেই বলবৎ রয়েছেন শাখা ছাত্রলীগের দায়িত্বে।

শনিবার (৫ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হল।"

এর আগে, গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এর ৬ মাসের মাথায় শুক্রবার (০১ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। তবে কী কারণে কমিটি স্থগিত হয়েছে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কিছু বলে নাই কেন্দ্রীয় কমিটি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন