The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

জবির প্রথম মেধাতালিকা প্রকাশ

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।শুক্রবার (৪নভেম্বর )বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

প্রথম মেধা তালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত । মূল কাগজপত্র ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন। বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৮৯ জন। আর ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ৬১০টি। এর বিপরীতে আবেদন করেছেন ছয় হাজার ২৪০ জন। এর বাইরে ছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ ও সংগীতে ৩৪৫ জন আবদেন করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.