The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

চেহারার আকর্ষণ কমায় ধ‍ূমপান!

ধ‍ূমপায়ী পুরুষরা নিজেকে স্টাইলিশ ভাবতে পারেন কিন্তু নতুন একটি গবেষণা বলছে তাদের প্রতি মানুষ কম আকর্ষিত হয় এবং ধূমপানের ফলে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিশ্লেষকরা একটি গবেষণায় ৫শ’ জনেরও বেশি অংশগ্রহণকারীদের একসঙ্গে ২৩ জোড়া জমজ মুখ প্রদর্শন করেন।

গবেষণার ফলাফলে দেখা যায় পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীরাই ৭০ শতাংশ সময় ধ‍ূমপায়ী ও অধ‍ূমপায়ীদের মুখ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এবং তারা অধ‍ূমপায়ীদের প্রতি বেশি আকর্ষণবোধ করেন।

ধূমপান ত্বকে যেভাবে প্রভাব ফেলে-

* ধূমপান খুব দ্রুত আপনার চেহারায় বয়সের ছাপ ফেলে।

* নিকোটিন ত্বকের বাইরের স্তরের রক্তনালী সংকুচিত করে দেয়।

* ধূমপানে সৃষ্ট ধোঁয়ায় থাকা রাসায়নিক চামড়ার স্থিতিস্থাপকতা ক্ষতিগ্রস্ত করে।

* ধূমপানের কারণে মুখে বলিরেখা দেখা হয়।

ধারণা করা হচ্ছে, ধূমপানের কারণে মানুষকে কম আকর্ষণীয় মনে হওয়ায় ধূমপায়ীরা বিশেষ করে তরুণরা এ অভ্যাসটি থেকে বের হয়ে আসবে।

অধ্যাপক পেন্টন ভোক বলেন, চেহারা মানুষের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে এ ধরনের ফলাফলগুলো ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

গবেষণার ফলাফল রয়েল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় প্রকাশিত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.