The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

চাঁবিপ্রবিতে ঈদুল ফিতরের ১২ দিনের ছুটি ঘোষনা

ক্যাম্পাস প্রতিনিধি: জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)। আগামী ৭ এপ্রিল রবিবার থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকব।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৭ এপ্রিল ২০২৪ (রবিবার) থেকে আগামী ১৮ এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ২১ এপ্রিল (রবিবার) থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা সহ সকল কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটে যান শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর চাঁবিপ্রবিয়ানদের এটি প্রথম পবিত্র ঈদ-উল-ফিতর তাই শেষ কর্মদিবসে শিক্ষার্থী, কর্মকর্তা – কর্মচারীদের ভিতর অন্যরকম আমেজ ছিল।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি নির্ধারিত হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.