The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

চাঁদাবাজি ও মারামারির মামলায় ববি শিক্ষার্থী গ্রেপ্তার

ববি প্রতিনিধিঃ চাঁদাবাজি, লুটপাট, ও মারিমারি মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জু ৷

মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী৷ তানজিদ মঞ্জুকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পুলিশ।

বন্দর থানার ওসি মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ জানুয়ারী (মঙ্গলবার) রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরীর নাজেমস হোটেল থেকে মঞ্জুকে নগদ অর্থ স্বর্ণের চেইন, ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, মারামারিসহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়৷

মামলা সুত্রে জানা যায় গত ২৪ ডিসেম্বর আনুমানিক রাত ‍সাড়ে আটটায় বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়ন,০৫নং ওয়ার্ডে গ্রেফতারকৃত মঞ্জুর সাথে ছিলো শরিফ, নাবিদ, নাহিদ, সিহাব সহ ১০/১২ জন। তারা এসে বাদী ডালিয়া বেগমের ঘরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়াও তাদের এলোপাথারী মারপিট করে ঘরের আলমিরা ভেঙে নগদ বাইশ হাজার টাকা, তার মেয়ের বিয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা স্বর্ণের ১জোড়া রুলি, যার ওজন ১.৫ ভরি , যার মূল্য-দেড় লাখ টাকা, গলার স্বর্ণের চেইন ২টি, যার ওজন- ১ভরি , যার মূল্য-এক লাখ টাকা এবং তাদের ছেলের এয়ারটেল কোম্পানিতে চাকরির জন্য কোম্পানি কর্তৃক প্রদানকৃত ফোন নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত বিবাদীরা লাঠিসোটা, দা-বটি, কুরাল, চাপাটি দিয়ে সুকেজ, বসত ঘরের বেড়া, দরজা, জনালা, ভেঙে প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি করে। বাদী ডালিয়ার স্বামী বাধা দিলে তার স্বামীকে ও বাদীকে কিল ঘুশি মেরে জখম করে। বাদী ডালিয়ার (৩৬) পড়নের কাপড় চোপড় টেনে শ্লীলতাহানী করে। এক পর্যায়ে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীরা তাদের খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

প্রসঙ্গত, তাহমিদ মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী৷ মঞ্জু এর আগে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানদারকে মারধর ও সাধারণ শিক্ষার্থীর উপর নির্যাতন করে হাত ভেঙ্গে দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে৷ তার নামে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.