The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

চবিতে অধ্যাপক আবু ইউসুফের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সাইফুল মিয়া, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলমের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারি-২ এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. রওশন আরা আফরোজ ও সহকারী অধ্যাপক ড. মো. আহসানুল কবীরের যৌথ সঞ্চালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেন, ‘অধ্যাপক আবু ইউসুফ ছিলেন অত্যন্ত জ্ঞানী, নিরহংকারী এবং সদা হাস্যাজ্জ্বল একজন মানুষ। সর্বোপরি সকল মহলের কাছ গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাসহ বিভিন্ন পর্ষদে এবং উপাচার্য হিসেবে দায়িত্ব তিনি পালন করেছেন। এসময়ে বিশ্ববিদ্যালয়ের একাডমিক ও অবকাঠামো উন্নয়নে তিনি যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং কলা ও মানববিদ্যা অনুষদ ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল হক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম, সহকারী অধ্যাপক এসএএম জিয়াউল ইসলাম, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া প্রমুখ।

স্মরণসভায় অধ্যাপক ড. আবু ইউসুফ আলমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল বাশার।

উল্লেখ্য, অধ্যাপক ড. আবু ইউসুফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৪ তম উপাচার্য। তিনি ২৫ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২৮ নভেম্বর ২০১০ পর্যন্ত চবির উপাচার্যের দায়িত্বে ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.