The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪

তিতুমীর কলেজে পালিত হলো নবান্ন উৎসব

বাংলার চিরায়ত রীতি ও আবহমান ঐতিহ্যকে ধরে রাখতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নাট্যদলের আয়োজনে আয়োজিত হয়েছে নবান্ন উৎসব। এবং আয়োজনে ছিলো পিঠাপুলি নবান্ন উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠান।

বাংলায় ( ২২ শ্রে অগ্রহায়ণ ২৪২৯) বঙ্গাব্দ ইংরেজি (৭ ডিসেম্বর) রোজ বুধবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শহীদ বরকত মিলনায়তনের সামনে উক্ত এই নবান্ন উৎসবটি পালিত হয়।

মেলার উদ্ধোধন করে সরকারি তিতুমীর কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন সহ সকল শিক্ষক মন্ডলী ও কলেজের ছাত্রছাত্রী বৃন্দ। ফিতা কাটার মাধ্যমে শুরু হয় নবান্নের পিটা উৎসবের শুভ যাত্রা।

নবান্নের অন্যতম আকর্ষণ পিঠা ছাড়া ও ছিলো তাঁতের শাড়ি, টেরাকোটার তৈরি নানা রকম জিনিসপত্র, ফুল ও ঘুড়ি সহ নান্দনিকতার দেখা মিলেছে এই নবান্ন উৎসবে। শিক্ষার্থীরা নানান সাজে নিজেদের সাজিয়ে ঘুরতে এবং উপভোগ করতে আসেন উক্ত মেলায় । তারি মাঝে উক্ত নবান্ন উৎসবে দুই- জন শিক্ষার্থী পাপ্পু বর্মন ( হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট) এবং তমান্না ( তমু) (ইংরেজি ডিপার্টমেন্ট) তারা বলেন ” আজ আমরা খুবই আনন্দিত যে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নাট্যদলের আয়োজিত নবান্ন উৎসবে আসতে পেরে। গত রাত থেকে উপেক্ষা করতেছিলাম কখন দিন হবে আর কখন আসবো আমাদের কলেজের নবান্ন উৎসবে। পরিশেষ বলতে চাই যতক্ষন চলবে নাবন্ন উৎসব ঘুরবো, খাবো – দাবো আর গানের তালে সহপাঠীরা মিলে নাচবো ধন্যবাদ”

সংস্কৃতি অনুষ্ঠানের প্রধান অতিতি হিসেবে যুক্ত ছিলেন নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের উপস্থিতিতে নাবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব অথাৎ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুর ১২ টার দিকে।

এছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন, বাংলা বিভাগের সহকারি অধ্যপক, বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও বিশিষ্ট নাট্যজন রতন সিদ্দিকি, পল্লীকবি জসিমদ্দিনের পুত্র খুরশিক আনোয়ার এবং তিতুমীর নাট্যদলের মডারেটর ও পদার্থ বিভাগের প্রফেসর জুয়েনা শবনম, তিতুমীর নাট্যদলের সভাপতি ওযালিউল্লাহ ( তুহিন) এবং কলেজের শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল সহ সকল শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।

কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে নাট্যদলের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন ” এত মনোরম শিক্ষা সহায়ক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যৎতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবো বলে আশাবাদী ” এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন তিতুমীর নাট্যদলের আয়োজনে সন্তোষ্ট প্রকাশ করেন এবং তাদের অভিনীত শিক্ষনীয় কাজের প্রংশসা করে এই কাজ ধারাবাহিক অব্যহত রাখার আহ্বান জানান।

উক্ত বক্তব্য শেষে অনুষ্ঠিত হয়েছে ওমর আহমেদ অভ্রর নির্দেশনায় পল্লিকবি জসিমউদদীন লেখা ” বেদের মেয়ে” নাটক মঞ্চায়ন হয়। এছাড়া ও বাংলার নিজস্ব ঐতিহ্য পুথিপাঠ, নৃত্য, কবিতা, শ্রুতিনাটক ইত্যাদি অনুষ্ঠানের অংশ হিসেবে ছিলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. তিতুমীর কলেজে পালিত হলো নবান্ন উৎসব

তিতুমীর কলেজে পালিত হলো নবান্ন উৎসব

বাংলার চিরায়ত রীতি ও আবহমান ঐতিহ্যকে ধরে রাখতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নাট্যদলের আয়োজনে আয়োজিত হয়েছে নবান্ন উৎসব। এবং আয়োজনে ছিলো পিঠাপুলি নবান্ন উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠান।

বাংলায় ( ২২ শ্রে অগ্রহায়ণ ২৪২৯) বঙ্গাব্দ ইংরেজি (৭ ডিসেম্বর) রোজ বুধবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শহীদ বরকত মিলনায়তনের সামনে উক্ত এই নবান্ন উৎসবটি পালিত হয়।

মেলার উদ্ধোধন করে সরকারি তিতুমীর কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন সহ সকল শিক্ষক মন্ডলী ও কলেজের ছাত্রছাত্রী বৃন্দ। ফিতা কাটার মাধ্যমে শুরু হয় নবান্নের পিটা উৎসবের শুভ যাত্রা।

নবান্নের অন্যতম আকর্ষণ পিঠা ছাড়া ও ছিলো তাঁতের শাড়ি, টেরাকোটার তৈরি নানা রকম জিনিসপত্র, ফুল ও ঘুড়ি সহ নান্দনিকতার দেখা মিলেছে এই নবান্ন উৎসবে। শিক্ষার্থীরা নানান সাজে নিজেদের সাজিয়ে ঘুরতে এবং উপভোগ করতে আসেন উক্ত মেলায় । তারি মাঝে উক্ত নবান্ন উৎসবে দুই- জন শিক্ষার্থী পাপ্পু বর্মন ( হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট) এবং তমান্না ( তমু) (ইংরেজি ডিপার্টমেন্ট) তারা বলেন " আজ আমরা খুবই আনন্দিত যে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নাট্যদলের আয়োজিত নবান্ন উৎসবে আসতে পেরে। গত রাত থেকে উপেক্ষা করতেছিলাম কখন দিন হবে আর কখন আসবো আমাদের কলেজের নবান্ন উৎসবে। পরিশেষ বলতে চাই যতক্ষন চলবে নাবন্ন উৎসব ঘুরবো, খাবো - দাবো আর গানের তালে সহপাঠীরা মিলে নাচবো ধন্যবাদ"

সংস্কৃতি অনুষ্ঠানের প্রধান অতিতি হিসেবে যুক্ত ছিলেন নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের উপস্থিতিতে নাবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব অথাৎ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুর ১২ টার দিকে।

এছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন, বাংলা বিভাগের সহকারি অধ্যপক, বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও বিশিষ্ট নাট্যজন রতন সিদ্দিকি, পল্লীকবি জসিমদ্দিনের পুত্র খুরশিক আনোয়ার এবং তিতুমীর নাট্যদলের মডারেটর ও পদার্থ বিভাগের প্রফেসর জুয়েনা শবনম, তিতুমীর নাট্যদলের সভাপতি ওযালিউল্লাহ ( তুহিন) এবং কলেজের শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল সহ সকল শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।

কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে নাট্যদলের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন " এত মনোরম শিক্ষা সহায়ক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যৎতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবো বলে আশাবাদী " এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন তিতুমীর নাট্যদলের আয়োজনে সন্তোষ্ট প্রকাশ করেন এবং তাদের অভিনীত শিক্ষনীয় কাজের প্রংশসা করে এই কাজ ধারাবাহিক অব্যহত রাখার আহ্বান জানান।

উক্ত বক্তব্য শেষে অনুষ্ঠিত হয়েছে ওমর আহমেদ অভ্রর নির্দেশনায় পল্লিকবি জসিমউদদীন লেখা " বেদের মেয়ে" নাটক মঞ্চায়ন হয়। এছাড়া ও বাংলার নিজস্ব ঐতিহ্য পুথিপাঠ, নৃত্য, কবিতা, শ্রুতিনাটক ইত্যাদি অনুষ্ঠানের অংশ হিসেবে ছিলো।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন