The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪

গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের জুবায়ের

পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশের তরুণ, সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের বিশ্বের অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর “গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪” এর জন্য মনোনীত হয়েছেন।

যুবকদের উদ্বুদ্ধকরণ ও সামাজিক আন্দোলনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন মো. আবু জুবায়ের।

গত ১১ মে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে মো. আবু জুবায়ের-এর মনোনয়নের বিষয়টি জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে পুরষ্কার গ্রহণের জন্য একজন জাতীয় প্রতিনিধি হিসাবে “গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ও অ্যাওয়ার্ড “২০২৪” এ যোগদানের জন্য জুবায়েরকে ইউরেশিয়ার দেশ জর্জিয়ায় আমন্ত্রণ জানানো হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তের যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট। এছাড়াও সংগঠনটি তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী তরুণ নেতাদের একত্রিত হতে সহযোগিতা করে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.