The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩

গ্রাহকের ছুরিকাঘাতে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চম্পা চাকমা (২৯) নামে বেসরকারি সংস্থা পদক্ষেপের রাঙ্গানিয়া শাখার সহকারী ব্যবস্থাপকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। চম্পা রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের শান্তিময় চাকমার মেয়ে।

রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাঙ্গুনিয়ার উত্তর পারুয়া গ্রামের এনামুল নামের একজন গ্রাহক তার বোনের মাধ্যমে পদক্ষেপ এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। কিস্তির টাকা পরিশোধ নিয়ে এনজিও কর্মকর্তা চম্পার সঙ্গে সম্প্রতি তার কথা-কাটাকাটি হয়।

এরই রেশ ধরে হত্যার পরিকল্পনা নিয়ে এনামুল রোববার রাতে পদক্ষেপ এনজিও কার্যালয়ের নিচে দাঁড়িয়ে থাকেন। কাজ শেষে অফিস থেকে নামালে চম্পার সঙ্গে এনামুলের পূনরায় কথা-কাটাকাটি হয়। এরপর এনামুল তার কাছে থাকা ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে চম্পাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  চিকিৎসকরা জানিয়েছেন ছুরিকাঘাতে চম্পার শ্বাসনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার পাশাপাশি অভিযুক্ত এনামুলকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. অপরাধ ও শৃঙ্খলা
  3. গ্রাহকের ছুরিকাঘাতে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

গ্রাহকের ছুরিকাঘাতে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চম্পা চাকমা (২৯) নামে বেসরকারি সংস্থা পদক্ষেপের রাঙ্গানিয়া শাখার সহকারী ব্যবস্থাপকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। চম্পা রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের শান্তিময় চাকমার মেয়ে।

রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাঙ্গুনিয়ার উত্তর পারুয়া গ্রামের এনামুল নামের একজন গ্রাহক তার বোনের মাধ্যমে পদক্ষেপ এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। কিস্তির টাকা পরিশোধ নিয়ে এনজিও কর্মকর্তা চম্পার সঙ্গে সম্প্রতি তার কথা-কাটাকাটি হয়।

এরই রেশ ধরে হত্যার পরিকল্পনা নিয়ে এনামুল রোববার রাতে পদক্ষেপ এনজিও কার্যালয়ের নিচে দাঁড়িয়ে থাকেন। কাজ শেষে অফিস থেকে নামালে চম্পার সঙ্গে এনামুলের পূনরায় কথা-কাটাকাটি হয়। এরপর এনামুল তার কাছে থাকা ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে চম্পাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  চিকিৎসকরা জানিয়েছেন ছুরিকাঘাতে চম্পার শ্বাসনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার পাশাপাশি অভিযুক্ত এনামুলকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন