দেশসেরা পেসার মোস্তাফিজ ও উদীয়মান লেগস্পিনার রিশাদের ৩টি করে উইকেটে লঙ্কানদেরকে অল্প রানেই থামিয়ে দিয়েছে টাইগাররা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ বদলায়নি সৌম্য সরকারের রান। ২০ ওভারে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেই কাজটা আরও কঠিন করলেন ওপেনার সৌম্য সরকার। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে তিনি ফিরেছেন খালি হাতে।
শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় ভোর সাড়ে ৬টায়। টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত বোলিং করেছেন টাইগার বোলারররা। রিশাদ-তাসকিন-মোস্তাফিজদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
লঙ্কানদের দেয়া ১২৫ রানের লক্ষ্যে আজ টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে ব্যাট হাতে শুরুটা রাঙাতে পারেননি সৌম্য। ব্যাটিং ইনিংসের তৃতীয় বলেই শূন্য রান করে সাজঘরের পথ ধরেছেন সৌম্য সরকার। ধনঞ্জায়া ডি সিলভার বলে ক্যাচ তুলে দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার মুঠোবন্দী হয়ে আউট হন তিনি।
এরপর টাইগারদের আরও চাপের মুখে ঠেলে দেন তরুণ তামিম। নুয়ান তুষারার বলে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড আউট হন এই ওপেনারও। ফলে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।
বল হাতে শুরু থেকেই লঙ্কানদের চাপের মুখে ঠেলে দেন বোলাররা। তাসকিন আহমেদ তৃতীয় ওভারেই এক উইকেট তুলে নেয়ার পর জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। এরপর মাঝের ওভারে লঙ্কান ব্যাটারদের ত্রাসে পরিণত হন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৫ তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেয়ার পর ১৭তম ওভারেও এক উইকেট নেন তিনি। এরপর বাকি কাজটুকু করেছেন তাসকিন-মোস্তাফিজ মিলেই।