The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

খাদ্য অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষা ১৪ জানুয়ারি

খাদ্য অধিদপ্তরের নন-গেজেটেড বিভিন্ন পদের মধ্যে স্প্রেম্যান ও হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদের এমসিকিউ/লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

দুই পদে আবেদনকারী প্রার্থীরা কাল থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে এ দুটি মুঠোফোন নম্বরে (০১৭০৬৫০৪১৬৯, ০১৩০৫৭০৩৮৭৪) যোগাযোগ করতে বলা হয়েছে। জটিলতা এড়াতে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আগেই প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.