The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

কুবিতে বন্ধুসভার নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবনির্বাচিত প্রথম আলো বন্ধুসভার কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।সেইসাথে নবীন বন্ধুদের বরণ ও বন্ধু সম্মাননা -২০২৩ প্রদান করা হয়েছে।বুধবার (১২ জানুয়ারি) বেলা তিনটায় টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এটি অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহা. হাবিবুর রহমান,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা,ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ ও বন্ধু সভার সাবেক সাধারণ সম্পাদক ঐশি ভৌমিক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, প্রথম আলোর যে স্লোগান তার সাথে আমরা সকলেই একমত। প্রথম আলোর বন্ধুসভা যেভাবে সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে যাচ্ছে তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। বন্ধুসভার সকল ভালো কাজের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় এগিয়ে থাকবে। আমি নবীন সদস্যদের বলবো “ভালোর সাথে,আলোর পথে” এ স্লোগানকে সামনে রেখে নিজের গুনগত মান বৃদ্ধি করে সকলের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার।’ এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি কুবি বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের ২০১৮- ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান তানিম।

You might also like
Leave A Reply

Your email address will not be published.