The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

কাতার বিশ্বকাপের জানা অজানা দশ ঘটনা

রিয়ান বিন কবিরঃ বিশ্বকাপের বাকি আর মাত্র ৯ দিন। আগামী ২০ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে দ্যা গ্রেটেষ্ট শো অন আর্থের। এর আগে চলুন জেনে নেওয়া যাক কয়েকটা জানা অজানা ঘটনা।

১. এশিয়া মহাদেশে দ্বিতীয় এবং মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ।

২. এইবারই প্রথম গ্রীষ্মকালের (মে-জুলাই) পরিবর্তে শীতকালে (নভেম্বর-ডিসেম্বরে) অনুষ্টিত হচ্ছে দ্যা গ্রেটেষ্ট শো অন আর্থ।

৩. জনসংখ্যা এবং আয়তন দুইদিক থেকেই এখন পর্যন্ত কাতার সবচেয়ে ছোট আয়োজক দেশ।

৪. এই বিশ্বকাপের মধ্য দিয়ে ৬৪ বছর পর বিশ্বকাপে ফিরেছে ওয়েলস।এর আগে তারা শেষ বিশ্বকাপ খেলেছিলো ১৯৫৮ সালে।

৫. এবারের আসরে প্রতিটি স্টেডিয়ামে রয়েছে এয়ার কন্ডিশনের ব্যবস্থা যা এর আগে কখনো দেখা যায়নি কোনো ফুটবল আসরে।

৬. ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন।যা ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত আয়োজিত ৭টি বিশ্বকাপের যৌথ ব্যায়কেও ছাড়িয়ে গেছে।কাতার কর্তৃপক্ষ প্রায় ২২০ বিলিয়ন ইউএস ডলার খরচ করেছে বিশ্বকাপ আয়োজনে।গেলো বিশ্বকাপ আয়োজনে যেখানে রাশিয়ার খরচ হয়েছিলো প্রায় ১৫ বিলিয়ন ডলার।

৭. কাতার বিশ্বকাপে শিরোপা জিততে পারলে চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন ডলার।বাংলাদেশী অর্থমূল্যে যা প্রায় ৩৬১ কোটি টাকা।যেটা ব্রাজিল বিশ্বকাপের তুলনায় ৮০ গুণ।২০১৮ বিশ্বকাপের সময় যেটা ছিল ৩৮ মিলিয়ন ডলার।রার্নার আপ দল পাবে বাংলাদেশি অর্থমূল্যে ২৯০ কোটি টাকা।কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানি ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৭৮৪ কোটি টাকা।

৮. এইবার বিশ্বকাপের ৩২ দলের মধ্যে ইউরোপ থেকে অংশ্রহন করছে ১৩ দল।এশিয়া থেকে ৬,দক্ষিণ আমেরিকা থেকে ৪,মধ্য আমেরিকা থেকে ৪, আফ্রিকা মহাদেশ থেকে ৫টি দেশ।

৯. এই আসরে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কোচদের মধ্যে একমাত্র কোচ ফ্রান্সের দিদিয়ের দেশঁম যিনি প্লেয়ার এবং কোচ উভয়ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছেন।

১০. কাতার এক মাত্র আয়োজক দেশ যারা এর আগে কখনোই ফুটবল বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.