The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

কক্সবাজারে রাখাইন বর্ষবরণ ও জলকেলী উৎসব শুরু

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব মহা সাংগ্রেং বা জলকেলি উৎসব শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে জেলার রাখাইন পল্লীগুলোয় চলছে উৎসব মুখর পরিবেশে জলকেলি উৎসব।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। পুরোনো বছরের পাপ এবং কালিমা মোচনের উদ্দেশ্যে জলকেলি উৎসব আনন্দ ও উল্লাসের সাথে পালন করা হয় বলে জানান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক।

পুরোনো বছরকে বিদায় জানিয়ে রাখাইন নববর্ষ ১৩৮৫ সালকে বরণ করে নিতে এই বুদ্ধস্নান ও জলকেলি উৎসব বলে জানান জলকেলিতে আসা রাখাইন তরুন- তরুনী। কক্সবাজার শহরজুড়ে ১১টি এবং জেলায় প্রায় অর্ধ শতাধিক জলকেলি উৎসবের প্যান্ডেল সাজানো হয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে একে অপরকে বালতি হাতে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতেছে রাখাইন তরুণ তরুণীরা।

জলকেলি উৎসবে রাখাইন সম্প্রদায়ের মুখে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মো: শাহিন ইমরান। এতে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক তিপ্তি চাকমা। রাখাইন সম্প্রদায়ের এই জলকেলি উৎসব ১৭ এপ্রিল শুরু হয়ে তিনদিন ব্যাপী চলবে। উৎসব শেষ হবে আগামী ১৯ এপ্রিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.