The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

কক্সবাজারে আ.লীগের সম্মেলন স্থগিতের কারণে ২ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ

তাফহিম, কক্সবাজারঃ কক্সবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিতের প্রতিবাদে এ অবরোধ করেন তারা। এতে সন্ধ্যা ৭ টা থেকে দুই ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে এ সম্মেলন শুরু হয়ে ৫টার দিকে প্রথম অধিবেশন শেষ হয়। বাদ মাগরিব সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। তখন সম্মেলনের তালিকায় ভুয়া ভোটারের অভিযোগ তোলে একপক্ষ। এতে কাউন্সিল স্থগিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সম্মেলন স্থগিত করার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাওয়ার হাউস হাজিপাড়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এতে এ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম বলেন, সম্মেলন ও কাউন্সিল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সবশেষ বর্ধিত সভায় সবার সম্মতিক্রমে কাউন্সিলর তালিকা অনুমোদিত হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে এক প্রার্থী তালিকা নিয়ে অভিযোগ তোলেন। এতে অন্যান্য প্রার্থী, নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. কক্সবাজারে আ.লীগের সম্মেলন স্থগিতের কারণে ২ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ

কক্সবাজারে আ.লীগের সম্মেলন স্থগিতের কারণে ২ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ

তাফহিম, কক্সবাজারঃ কক্সবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিতের প্রতিবাদে এ অবরোধ করেন তারা। এতে সন্ধ্যা ৭ টা থেকে দুই ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে এ সম্মেলন শুরু হয়ে ৫টার দিকে প্রথম অধিবেশন শেষ হয়। বাদ মাগরিব সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। তখন সম্মেলনের তালিকায় ভুয়া ভোটারের অভিযোগ তোলে একপক্ষ। এতে কাউন্সিল স্থগিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সম্মেলন স্থগিত করার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাওয়ার হাউস হাজিপাড়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এতে এ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম বলেন, সম্মেলন ও কাউন্সিল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সবশেষ বর্ধিত সভায় সবার সম্মতিক্রমে কাউন্সিলর তালিকা অনুমোদিত হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে এক প্রার্থী তালিকা নিয়ে অভিযোগ তোলেন। এতে অন্যান্য প্রার্থী, নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন