The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

ওপেনিংয়ে বাবর-রিজওয়ানের চেয়েও সেরা শান্ত-লিটনরা!

বিশ্বকাপ জয়ের ব্যর্থ মিশন শেষে লজ্জার এক রেকর্ড গড়লো ভারত, যেখানে তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে রোহিত শর্মার দল। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে চারে।

বিশ্বকাপে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ ওপেনারদের ব্যর্থতা। পুরো আসর জুড়েই ওপেনিং ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে। বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ৬ ম্যাচে লোকেশ রাহুলের সংগ্রহ ১২৮ রান, স্ট্রাইক রেট ১২০.৭৫। সমান সংখ্যক ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার রান ১১৬, স্ট্রাইক রেট ১০৬.৪২।

সুপার টুয়েলভে অংশ নেয়া ১২ দলের মধ্যে ওপেনিং জুটিতে ওভারপ্রতি রান তোলার তালিকায় সবার নিচে অবস্থান ভারতের। রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওভারপ্রতি রান তুলেছেন মাত্র ৪.৯৮ করে।

চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনাররা রান তুলেছেন ওভার প্রতি ৮.৭৬। এবারের বিশ্বকাপ ওপেন করেছেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে দুই অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। সবমিলিয়ে করেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮০ রান। এছাড়া তালিকার দুই নম্বরে রয়েছেন লিটন দাস, এক অর্ধশতকের সাহায্যে এই তারকা ব্যাটার করেছেন ১২৭ রান।

এই তালিকায় শীর্ষে সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ড (৯.২৬)। ইংল্যান্ড (৯.২৫) ও দক্ষিণ আফ্রিকা (৮.৮৩)। বাংলাদেশের পরে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দেশ।

সুপার টুয়েলভ পর্যন্ত এবারের বিশ্বকাপে ওপেনিং জুটিতে ওভারপ্রতি রান:

  • নিউজিল্যান্ড- ৯.২৬
  • ইংল্যান্ড- ৯.২৫
  • দক্ষিণ আফ্রিকা- ৮.৮৩
  • বাংলাদেশ- ৮.৭৬
  • আয়ারল্যান্ড- ৭.৮৭
  • শ্রীলঙ্কা- ৭.০৫
  • জিম্বাবুয়ে- ৬.৬৫
  • পাকিস্তান- ৬.৪২
  • অস্ট্রেলিয়া- ৬.৩১
  • আফগানিস্তান- ৬.২৭
  • নেদারল্যান্ডস- ৫.৫৮
  • ভারত- ৪.৯৮।

সূত্রঃ স্পোর্টসজোন২৪

You might also like
Leave A Reply

Your email address will not be published.