The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪

এমবাপের জোড়া গোলে সমতা, বিপাকে আর্জেন্টিনা

দুই গোলে এগিয়ে রীতিমতো জয়ের দ্বারপ্রান্তে থাকা আর্জেন্টিনা বিপাকে পড়ে যখন আচমকা এক পেনাল্টি দিয়ে বসলেন নিকলাস অটামেন্ডি। পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে।

ম্যাচের ৭৮ মিনিটে প্রতি আক্রমণে উঠে আসে ফ্রান্স। বক্সে আগুয়ান কিংসলে কোম্যানকে নিজেদের বিপদসীমায় ফাউল করে বসেন অটামেন্ডি। পেনাল্টি পায় শিরোপাধারী ফ্রান্স।

সেই পেনাল্টি থেকে এমবাপে শটটা মারেন বামে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঠিক দিকে লাফিয়ে পড়েও বলের নাগাল পাননি।

আর্জেন্টিনা যেন নড়ে গেল সেখানেই! এর ৯৭ সেকেন্ড পর আবারও এমবাপের গোল। খেলায় সমতা ২-২ গোলে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.